welcome

Sunday, May 19, 2013

::ফেইসবুকে Friend রিকোয়েস্ট Block হওয়ার কিছু কারণ:::

::ফেইসবুকে Friend রিকোয়েস্ট Block
হওয়ার কিছু কারণ:::

আমরা অনেক সময়ই কাউকে ফ্রেন্ড
রিকোয়স্ট পাঠাতে গেলে দেখি লেখা উঠে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ১৫/30 দিনের জন্য Block
করা হয়েছে! ফলে অনেক সময় আপনজনকেও
রিকোয়েস্ট পাঠাতে পারি না। No Problem
একটু সতর্ক হলেই এই সমস্যা এড়তে পারবেন!
# Friend request Block হওয়ার কিছু কারণ:
1.আমরা যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই সে কমপ্লেন করলে।
... 2. তার ঠিকানা সাখে আমাদের ঠিকানা না মিললে।
3.তার কোন বন্ধুর সাথে বন্ধুত্ব না থাকলে।
4.সে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে তা না মিললে.
5.কর্মস্থল না মিললে।
6.একি এরিয়ার না হলে।
7.অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে।
8.আপনার রিকোয়েস্ট সহযে কেউ গ্রহন
না করলে।
9.কাউকে রিকোয়েস্ট পাঠানোর পর সে block মারলে।
10.কেউ আপনার বিরুদ্ধে আভিযোগ
করলে।
এগুলো ছাড়াও আনেক কারন আছে যার যে গুলো বিবেচনা করে Facebook Team আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো block করে দেয়!

আসুন নিজে সতর্ক হই অন্যকে সতর্ক করি

**আপনার ফেইসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না**

এই জন্য আপনাকে প্রথমে আপনার ফেইসবুক Account এ লগইন করতে হবে। এবার Account থেকে Account Settings- এ যান। এখন Account Security-এ ক্লিক করে Browse Facebook on a secure connection (https) when everu possible এবং Send me an email এবং Send me a text messege চেক বক্স গুলোতে টিক দিন। এবার save করুন। কাজ শেষ এবার আপনার ফেইসবুকে লগইন করার সাথে সাথে আপনার মোবাইল এ একটি এসএমএস আসবে। এতে আপনার আইপি, লগইন এর সময়, স্থান ইত্যাদি জানতে পারবেন । যদি অন্য কেউ হয়, তখন আপনি তা জানতে পারবেন এবং ব্যবস্থা নিতে পারবেন আর সবচেয়ে ভালো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন ।